গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধার কাণ্ডে ক্লোজ করা হল পার্ক স্ট্রিট থানার এক এসআইকে!

গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধার কাণ্ডে ক্লোজ করা হল পার্ক স্ট্রিট থানার এক এসআইকে!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গেমিং অ্যাপ প্রতারণায় অভিযুক্ত গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বিরুদ্ধে দেড় বছর আগেই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু তারপরও কোনও ব্যবস্থা নেয়নি পার্ক স্ট্রিট থানার পুলিশ। এই অভিযোগে এবার ওই থানার এক এসআইকে ক্লোজ করল কলকাতা পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ই-নাগেটস নামে এই গেমিং অ্যাপের বিরুদ্ধে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। পার্কস্ট্রিট থানায় একটি বেসরকারী ব্যাঙ্কের তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু অভিযোগ পাওয়ার পরও অভিযুক্তর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। এই নিষ্ক্রিয়তার পিছনে কি কোনও রাজনৈতিক চাপ ছিল নাকি কোনও ব্যক্তিগত স্বার্থ কাজ করেছিল তা অবশ্য এখনও জানা যায়নি।
এই নিয়ে সমালোচনার মুখে পড়ে প্রশাসন। চাপের মুখে অবশেষে ওই থানার সংশ্লিষ্ট এসএআইকে ক্লোজ করল প্রশাসন। সপ্তাহ দুয়েক আগে গার্ডেনরিচে আমির খানের বাড়ির খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল নগদ উদ্ধার হয়। কাউন্টিং মেশিন এনে চলে টাকা গোনার কাজ। শেষ পর্যন্ত মোট ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়। তারপর থেকে একাধিক জায়গায় গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত আমির। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। অবশেষে শুক্রবার গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করা সিআইডি। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনার পর আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে এই নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। ইডির তরফে দাবি করা হয়েছিল, অনলাইন গেমিং অ্যাপ ই নাগেটস বানিয়েছিল আমির খান। প্রথমদিকে ইউজাররা কম টাকা বিনিয়োগ করে টাকা ফেরত পাচ্ছিলেন। সঙ্গে বাড়তিও টাকাও দেওয়া হত। সেই টোপে পড়ে অনেকেই মোটা টাকা বিনিয়োগ করেন। তারপরই জালিয়াতরা টাকা তোলার পথ বন্ধ করে দিত। এভাবেই চলছিল প্রতারণা চক্র।


