তপন কান্দু খুনে সিবিআইয়ের জালে ঝাড়খন্ডের এক শার্প শুটার

তপন কান্দু খুনে সিবিআইয়ের জালে ঝাড়খন্ডের এক শার্প শুটার
04 Sep 2022, 02:25 PM

তপন কান্দু খুনে সিবিআইয়ের জালে ঝাড়খন্ডের এক শার্প শুটার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পুরুলিয়া জেলার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তে বড়সড় সাফল্য পেল সিবিআই। তদন্তকারীদের জালে ঝাড়খন্ডের এক শার্প শুটার। ধৃতের নাম জাবির আনসারি। তার বাড়ি ঝাড়খণ্ডের রামগড়ে। সিবিআইয়ের দাবি, তপন কান্দু খুনের ঘটনার যে সিসিটিভি ফুটেজে পাওয়া গিয়েছে তাতে ধৃত জাবিরকে দেখা গিয়েছিল। ঘটনার সময় বাইকে বসেছিল শার্প শুটার জাবির আনসারি এবং তাঁর সঙ্গী ছিল আরও এক অভিযুক্ত কলেবর সিং।

সিবিআইয়ের হাতে জাবির ধরা পড়ায় মৃতের পরিবার ও স্থানীয় কংগ্রেস নেতৃত্ব সিবিআইয়ের প্রশংসা করেছেন। রাজ্যজুড়ে পুরসভা নির্বাচনের পর গত ১৩ মার্চ ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুন করা হয়। ঘটনার পর আশিক খান নামে একজনকে ধরা পড়ে। তাকে জেরা করেই ঝাড়খণ্ড থেকে জাবিরকে গ্রেফতার করে সিবিআই। কংগ্রেস নেতা নেপাল মাহাত বলেন, মাননীয়া পূর্ণিমা কান্দুর চোখের জলের জন্য আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম। সিবিআই তদন্তে মাঝে ঢিলেমি পড়েছিল। তবে এই গ্রেফতারির মধ্য দিয়ে সিবিআই প্রমাণ করে দিল তাঁরা কতটা দক্ষ। তপন কান্দু খুনের পর আদালতের নির্দেশে তদন্তে নামে সিবিআই। গ্রেফতার হন তাঁরই ভাইপো দীপক কান্দু, ঝালদার ধূপ ব্যবসায়ী আশিক খান, স্থানীয় হোটেল মালিক সত্যবান প্রামাণিক এবং ভাড়াটে খুনি কলেবর সিং। এবার গ্রেফতার হল শার্প শুটার জাবির আনসারি। সবমিলিয়ে তপন কান্দু খুনে তদন্তের জাল প্রায় গুটিয়ে এনেছে সিবিআই।

Mailing List