নদিয়ায় মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল সতেরো বছরের কিশোরী

নদিয়ায় মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল সতেরো বছরের কিশোরী
কুহেলি দেবনাথ, নদিয়া
অস্বভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো এক কিশোরীর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ১৭ বছরের কিশোরী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার রাজপুর পাড়া লেনে। মৃত কিশোরীর নাম শ্রাবণী বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে শ্রাবণী বিশ্বাসের মা-বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। প্রতিদিন ঝগড়া অশান্তি লেগেই থাকতো। সেই কারণেই শ্রাবণী বিশ্বাসের মামার বাড়ি তরফ থেকে শ্রাবণীকে নিজেদের কাছে রেখেছিল বিগত ছয় মাস ধরে। শ্রাবণীর বাবা এবং মাও শ্রাবণীর মামার বাড়িতেই পাশে ঘর করে থাকতেন। শ্রাবণীর মা কয়েক বছর ধরে কাজের উদ্দেশ্যে কলকাতায় থাকতেন। শ্রাবণীর মা এবং বাবার সঙ্গে ঝগড়াঝাটির কারণে কয়েক মাস আগে শ্রাবনীর বাবাও আত্মহত্যার চেষ্টা করে একাধিকবার। দিন কয়েক আগে শ্রাবণী এলাকাবাসীর কাছ থেকে জানতে পারে তার মা নাকি আরেকটি বিয়ে করেছে। সেই কারণেই বেশ কয়েকদিন ধরে আরো মানসিক অবসাদে ভুগছিল ওই কিশোরী।
শনিবার রাতে প্রতিদিনের মতোই রাত দশটা নাগাদ শ্রাবণীকে ঘর থেকে খাওয়ার জন্য ডাকতে গেলে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে দেখে শ্রাবণী ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি সকলে শান্তিপুর থানায় খবর দেয়। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর দেহে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


