আবাস যোজনায় ঘর না পাওয়ায় হুগলির পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ বাসিন্দাদের একাংশের

আবাস যোজনায় ঘর না পাওয়ায় হুগলির পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ বাসিন্দাদের একাংশের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: হুগলির পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ বাসিন্দাদের একাংশের অভিযোগ আবাস যোজনার ঘর না পাওয়া নিয়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের এলাকার কোনও বাসিন্দাদের নাম আবাস যোজনার তালিকায় নেই। এমনকী কোনও সমীক্ষা পর্যন্ত করা হয়নি। তাঁরা জানান, যদি ঘর না দেওয়া হয় তাহলে এবারে পঞ্চায়েত ভোট বয়কট করা হবে।
গ্রামে মূলত দিনমজুর শ্রেণির বাস। তাই তাঁদের নাম কেন আবাস যোজনার ঘরের তালিকায় নেই সেই প্রশ্নই তুলেছেন গ্রামবাসীরা। বিক্ষোভকারী গ্রামবাসী মঞ্জু, মানা, মায়া, বাউল দাসরা বলেন, "আমরা ঘর পাইনি। তাই পঞ্চায়েতে বিক্ষোভ দেখাচ্ছি। পঞ্চায়েতে এসে আমরা আবেদন জানিয়েছি কেন আমরা ঘর পাব না? আমাদের ঘর থেকে জল পড়ে বর্ষাকালে। বৃষ্টির সময় থাকতে পারি না। তবুও আমাদের ঘর দেওয়া হয়নি।"
জায়ের দ্বারবাসিনী পঞ্চায়েতের উপপ্রধান নিখিল দাস বলেন, "আগে যখন তালিকার জন্য সমীক্ষা হয়েছিল তখন এই গ্রামের বাসিন্দারা তা করতে দেয়নি। তাঁদের দাবি ছিল ঘর দিলে সবাইকে দিতে হবে। কিন্তু সেটা তো একবারে সম্ভব না। সরকার যেভাবে বলবে সেই ভাবেই কাজ হবে। আমরাও চাই গরিব মানুষ যেন ঘর পায়। ঘর পাওয়ার যোগ্য এখনো অনেক মানুষ আছে। তবে সেটা ধীরে ধীরে হবে। যে বা যাওয়ার পাওয়ার যোগ্য তাকেই দেওয়া হোক। আবার নতুন করে যখন ঘরের সমীক্ষা হবে তখনই এটা সম্ভব।"


