গড়বেতার কেউদি-জামবনি জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার

21 Nov 2023, 06:00 PM
গড়বেতার কেউদি-জামবনি জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কেউদীজামবনি জঙ্গল থেকে মঙ্গলবার দুপুরে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর নাম হপন মান্ডি (৩৬)। আঁধারনয়ন গ্রামে তাঁর বাড়ি। গত ১১ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে দুর্গন্ধ পেয়ে দেখেন একজনের মৃতদেহ পড়ে রয়েছে। তারা বিষয়টি পুলিশ কে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে পুলিশ ঠিক কি কারনে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


