ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এলোপাথাড়ি গুলি, হত ২ আহত ৫  

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এলোপাথাড়ি গুলি, হত ২ আহত ৫   
07 Jun 2023, 11:55 AM

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এলোপাথাড়ি গুলি, হত ২ আহত ৫

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। এবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানে চলল গুলি। গুলিতে ২ জনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান চলাকালীন গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। ৫ জন আহত হয়েছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনজন। পুলিশ ইতিমধ্যে ২ জন সন্দেহভাজনকে আটক করেছে। হামলার কারণ এখনও জানা যায়নি।

ভার্জিনিয়ার রিচমন্ড পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কমনওয়েলথ ইউনিভার্সিটির থিয়েটার হলের বাইরে গুলি চলে। ওই সময় থিয়েটারের ভিতরে তিনটি স্কুলের সমাবর্তন অনুষ্ঠান চলছিল। গুলি চালানোর জেরে সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়। এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ২ জনের মৃত্যু ও ৫ জনের আহত হওয়ার খবর মিলেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানান, হিউনটড হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠান চলাকালীনই থিয়েটারের ঠিক উল্টোদিকে অবস্থিত মনেরো পার্কে গুলি চলে। খবর পাওয়ার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। ২ জন বন্দুকবাজকেই ইতিমধ্যে আটক করেছে পুলিশ।হামলার পরই সমাবর্তনে উপস্থিত পড়ুয়া ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ওই স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষ হওয়ার পরই বিকেলে আরও একটি স্কুলের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। হামলার সময় সেই স্কুলের বেশ কিছু পড়ুয়াও পার্কে উপস্থিত ছিল। কিন্তু পরের সব অনুষ্ঠানই বাতিল করা হয়েছে।

Mailing List