সাঁকরাইলের দুটি গ্রামে বাইশটি হাতির তাণ্ডব, নষ্ট করল প্রায় দশ বিঘা জমির ফসল

সাঁকরাইলের দুটি গ্রামে বাইশটি হাতির তাণ্ডব, নষ্ট করল প্রায় দশ বিঘা জমির ফসল
24 Sep 2023, 06:28 PM

সাঁকরাইলের দুটি গ্রামে বাইশটি হাতির তাণ্ডব, নষ্ট করল প্রায় দশ বিঘা জমির ফসল

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: ফের হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসী, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কালরুই, ঢেরাছাড়া এলাকায় শনিবার রাতে তান্ডব চালালো ২২টি হাতির দল, হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ধান চাষের ও সবজি চাষের। ওই এলাকায় হাতির দল টি ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।শনিবার রাত্রে ঢেরাছাড়া , কালরুই এলাকায় প্রবেশ করে প্রায় ২২ টি হাতির দল।এর পর হাতির দল ওই দুটি গ্রামের চাষের জমিতে গিয়ে তাণ্ডব চালায়।বনদপ্তর এর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ গ্রামবাসীদের। বারংবার এরকম ঘটনা ঘটলেও বনদপ্তরের দেখা পাওয়া যায় না, মিলছে না ক্ষতিপূরণ বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন হাটুই বলেন, বারবার হাতির দল এসে ফসলের ক্ষতি করছে। বনদপ্তর কে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। বনদপ্তরের আধিকারিকরা গ্রামে এসে ফসলের ক্ষয়ক্ষতি দেখে গিয়েছেন। কিন্তু বন দপ্তরকে আবেদন জানানো সত্বেও গত বছরের ক্ষতিপূরণ এখনো পাওয়া যায়নি। সেই সঙ্গে ফের আবার হাতির দল এসে গ্রামে তান্ডব শুরু করেছে। শনিবার রাতে  হাতির দল তান্ডব চালিয়ে দশ বিঘা জমির ধান ও সবজি চাষের ক্ষতি করেছে। যার ফলে ওই দুটি গ্রামের বাসিন্দারা প্রচুর ক্ষতির মুখে পড়েছেন বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন যেভাবে হাতির দল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে আরো ফসলের ক্ষতি করতে পারে বলে গ্রামবাসীরা আশঙ্কা করছেন। বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে।

Mailing List