পুলিশ পাকড়াও করতেই উদ্ধার একগাদা ২ হাজার টাকার নোট! জিগ্যেস করতেই ধৃতের দাবি, সেগুলি চুরি করেছে সে

পুলিশ পাকড়াও করতেই উদ্ধার একগাদা ২ হাজার টাকার নোট! জিগ্যেস করতেই ধৃতের দাবি, সেগুলি চুরি করেছে সে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সঙ্গে এক দু’হাজার টাকার নোট কেন? পুলিশের জেরাতে ধৃত জানালো, চুরি করেছিল সে! শুনে অবাক পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তির কাছে বেশ কিছু ২ হাজার টাকার নোট রয়েছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই মতো পুলিশ আগে থেকেই ওৎ পেতে ছিল। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar) থানা এলাকার ঘুটিয়ারি শরিফের হাসপাতাল রোড থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজা শেখ ওরফে লাল্টু। ২ গাজার টাকার নোটের সঙ্গে নয়, ৫০০ ও ১০০ টাকার নোটও পাওয়া গিয়েছে ধৃতের থেকে। সব মিলিয়ে নগদ ২ লাখ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে (Money Recovered) ওই ব্যক্তির থেকে। পাশাপাশি দুটি দামি মোবাইল ফোনও পাওয়া যায় রাজা শেখ ওরফে লাল্টু থেকে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, ওর কাছে থাকা টাকা সে চুরি করেছিল। অর্থাৎ ধৃত ব্যক্তি চোর! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


