পুরুলিয়ার হাতিমারায় কাড়া (মোষ) লড়াই দেখতে গিয়ে মোষের আক্রমণে মৃত্যু এক ব্যক্তির

পুরুলিয়ার হাতিমারায় কাড়া (মোষ) লড়াই দেখতে গিয়ে মোষের আক্রমণে মৃত্যু এক ব্যক্তির
16 Oct 2022, 06:56 PM

পুরুলিয়ার হাতিমারায় কাড়া (মোষ) লড়াই দেখতে গিয়ে মোষের আক্রমণে মৃত্যু এক ব্যক্তির

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

নিষিদ্ধ কাড়া লড়াই (মোষের) লড়াই দেখতে গিয়ে এক প্রৌঢ়ের মৃত্যু হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রথু বাউরি(৫৩)। তার বাড়ি পুরুলিয়ার পাড়া থানার নডিহা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার পুরুলিয়ার পাড়া থানার হাতিমারা গ্রামে অনুষ্ঠিত হচ্ছিল কাড়া (মোষের) লড়াই। সেই লড়াই দেখতে উৎসাহী মানুষজন ভিড় জমায় হাতিমারা গ্রামের মাঠে। দুটি মোষের লড়াই চলাকালীন একটি কাড়া (মোষ) জনতার ভিড়ের দিকে আক্রমণ করতে ছুটে আসে। সেই সময় জনতার ভিড়ের মধ্যে পড়ে গিয়ে গুরুতর আহত হন রথু বাউরি নামের এক ব্যক্তি। মোষের দাপাদাপিতে তখন আতঙ্কিত মানুষ এদিক সেদিক ছুটতে থাকেন। গুরুতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে প্রথমে কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। পরে তাকে পুরুলিয়া সদর হাসপাতালে আনা হলে হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Mailing List