মায়ানমারে উড়ন্ত বিমানকে লক্ষ্য করে গুলি, আহত এক যাত্রী

মায়ানমারে উড়ন্ত বিমানকে লক্ষ্য করে গুলি, আহত এক যাত্রী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মাঝ আকাশে উড়ন্ত বিমানের মধ্যে গুলিবিদ্ধ হলেন এক যাত্রী।বিমানের দেওয়াল ফুঁড়ে গুলি গিয়ে লাগে ওই যাত্রীর গায়ে।ঘটনার পরই হুলস্থুল পড়ে যায় বিমানে। সঙ্গে সঙ্গে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আপাতত বিপদমুক্ত বলেই জানা গিয়েছে। মায়ানমারের মাঝ আকাশের এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। ঘটনার পর বিমানটি তড়িঘড়ি লাইকো বিমানবন্দরে অবতরণ করে। এই দুর্ঘটনার জেরে রবিবার লাইকো থেকে সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয় বলেই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এখন প্রশ্ন হল কে বা কারা এই কাণ্ড ঘটালো? মায়ানমারের সেনাশাসকদের তরফে দাবি করা হয়েছে, বিদ্রোহীদের কাজ এটা। তবে বিদ্রোহীরা এই ঘটনার দায় অস্বীকার করেছে। সরকারি সুত্রে জানা গিয়েছে, লাইকো বিমানবন্দরের উত্তর দিকে প্রায় ৩৫০০ ফুট উঁচু দিয়ে উড়ছিল যাত্রীবাহী ওই বিমানটি। আচমকাই বিমানের দেওয়াল ফুঁড়ে একটি গুলি ছুটে আসে। জানলার পাশে বসা এক যাত্রীর গায়ে তা লাগে। তিনি রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বিমানযাত্রীরা। সঙ্গে সঙ্গে বিমানটিকে লাইকো বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। মায়ানমারের সেনা প্রশাসনের তরফে বলা হয়েছে, এই কাণ্ড ঘটিয়েছে দেশের একটি বিদ্রোহী সংগঠন। এরা দেশের সেনা শাসকের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই চালাচ্ছে। বিমানের সাধারণ যাত্রীদের উপর এ ধরনের আক্রমণ একটি জঘন্য অপরাধ। যারা শান্তির পক্ষে, সকলেই এই ঘটনার প্রতিবাদ করুন।


