ভেঙে পড়লো নির্মীয়মাণ দুর্গা মন্দিরের একাংশ, জখম ৭ শ্রমিক

26 Sep 2023, 10:15 AM
ভেঙে পড়লো নির্মীয়মাণ দুর্গা মন্দিরের একাংশ, জখম ৭ শ্রমিক
সুলেখা চক্রবর্তী, হাওড়া
সোমবার গভীর রাতে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার মানিকপুরে একটি নির্মীয়মান দূর্গা মন্দিরের একাংশ ভেঙে সাতজন নির্মাণ শ্রমিক জখম হলেন। জানা গিয়েছে, এ দিন রাত ১১ টা নাগাদ নির্মাণটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভেঙে পড়া অংশের নিচে চাপা পড়ে যায় সাতজন শ্রমিক। আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে স্তুপের নিচে চাপা পড়ে যাওয়া ৭ জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনের অবস্থার অবনতি হলে হাওড়া জেনারেল হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত, ওই দুর্গা মন্দিরে চালা বানানো হচ্ছিল। এদিন বিকট আওয়াজ শুনে এবং আর্তনাদ শুনে এলাকার লোকজন ছুটে আসে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।


