কৃষকের মৃত্যু হলেই এককালীন ২ হাজার টাকা মিলবে, কৃষকবন্ধু প্রকল্পে বরাদ্দ হল ৬০ কোটি ৭২ লক্ষ টাকা

কৃষকের মৃত্যু হলেই এককালীন ২ হাজার টাকা মিলবে, কৃষকবন্ধু প্রকল্পে বরাদ্দ হল ৬০ কোটি ৭২ লক্ষ টাকা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্য সরকার কৃষকবন্ধু প্রকল্পের আওতায় মৃত কৃষক পরিবারগুলোকে আর্থিক সহায়তা করতে ৫০ কোটি ৭২ লক্ষ টাকা অনুমোদন করেছে। সম্প্রতি অর্থ দপ্তর থেকে বিভিন্ন জেলা প্রশাসনের কাছে এই টাকা পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এতে উপকৃত হবেন ২৫৩৬টি পরিবার। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাংলার কৃষকেরা বছরে দুই দফায় মোট ১০ হাজার টাকা যেমন পান তেমনি এই প্রকল্পে নথিভুক্ত কৃষকদের মৃত্যু হলেও সরকারের তরফে ওই কৃষকের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও করা হয়। এখন এই প্রকল্পের দেখাদেখি দেশের অনান্য রাজ্যেও কৃষকদের জন্য প্রকল্প চালু করছে একাধিক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর চালু করা প্রকল্প কার্যত তাঁদের কাছে মডেল হয়ে উঠেছে।
২০১৯ সালে রাজ্যে 'কৃষকবন্ধু' প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে কৃষকদের চাষের জন্য আর্থিক সাহায্যের পাশাপাশি মৃত্যু হলেও ২ লক্ষ করে টাকা পাবে কৃষক পরিবারগুলি। ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত কৃষকরা পান এই সুবিধা। এবার ২৫৬৩ টি পরিবারের জন্য ৫০.৭২ কোটি টাকা দেওয়া হল সরকারের তরফে। বলা হয়েছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে ২৫.৬৪ কোটি টাকা দেওয়া হয়েছিল। যা ১২৮২টি পরিবারকে দেওয়া হয়েছে। এবার ২৫৩৬টি পরিবারের প্রাপ্য টাকা ছাড়া হল। উল্লেখ্য, 'কৃষকবন্ধু' প্রকল্পে এবারের বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ৩০ হাজার কৃষক পরিবার উপকৃত হয়েছে এতে। ২০১৯ সাল থেকে যে ক'জন কৃষকের মৃত্যু হয়েছে, তার বিস্তারিত তথ্য- পরিসংখ্যান নিয়ে কৃষকবন্ধু প্রকল্পে পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা হয়েছে।


