ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের

ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের
25 Nov 2022, 05:28 PM

ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদের ছ'জন শিক্ষিকা কেরালার হাসপাতালে চুল দান করলেন৷ নিজেরাই উদ্যোগী হয়ে কেরালার ত্রিশূর জেলার আমালা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে চুল দান করেন। ওই শিক্ষিকাদেরকে চুল দান করতে দেখে শিক্ষা প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষিকা আগামী দিন চুলদান করতে রাজি হয়েছেন।

মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা সামশেরগঞ্জের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের জীববিদ্যা বিষয়ের শিক্ষিকা প্রীতি ঘোষ বছর তিনেক আগে প্রথমবার কেরালার ওই মেডিকেল কলেজে ভর্তি থাকা ক্যানসার রোগীদের জন্য চুল দান করেছিলেন। শুধু তাই নয়, ক্যান্সার আক্রান্ত রোগীরা নিয়মিত কেমোথেরাপি এবং রেডিয়েশন নেওয়ার ফলে তাদের মাথার চুল একসময় ঝড়ে যেতে শুরু করে। তার ফলে অনেক ক্যান্সার আক্রান্ত রোগীই হতাশায় ভুগতে শুরু করেন। 

বর্তমানে বিভিন্ন সংস্থার উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রোগীদের মাথার চুল ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, শিক্ষিকারা তারা নিজেদের ১২-১৪ ইঞ্চি চুল কেরালার ওই হাসপাতালে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দান করেছেন। দুই তিন দিন আগে কেরালার ওই হাসপাতাল থেকে আমাদের কাছে চুলের প্রাপ্তি স্বীকার করে মেসেজ এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী দিন আমাদের এই কাজের স্বীকৃতি জানিয়ে একটি সার্টিফিকেট পাঠিয়ে দেবেন। তবে এই চুলদানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দা থেকে স্কুলের অন্যান্য সহকর্মীরা।

Mailing List