গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ মেদিনীপুরের অভিনব উদ্যোগ, দেখানো হল লাইভ সার্জারি

গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ মেদিনীপুরের অভিনব উদ্যোগ, দেখানো হল লাইভ সার্জারি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মেদিনীপুর শহরে এই প্রথম সার্জারি লাইভ দেখানো হলো গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ মেদিনীপুরের উদ্যোগে। প্রসব এবং সিস্ট অপারেশন দেখানো হয় মেডিকেল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষদের। মেদিনীপুর গাইনোকলোজিস্ট সোসাইটির উদ্যোগে দুদিনব্যাপী সেমিনারে রবিবার ছিল লাইভ সার্জারি কর্মশালা । মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে সেই অপারেশনের লাইভ চিত্র দেখানো হয় জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে।
ফেডারেশন অফ গাইনোকোলজিস্ট এর প্রাক্তন সভাপতি ড. পিসি মহাপাত্র, জেলা সম্পাদক মঙ্গল প্রসাদ মল্লিক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর ষড়ঙ্গী সহ জেলা গাইনোকোলজিস্টরা উপস্থিত ছিলেন। দুদিনের সেমিনারে মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের স্টুডেন্টরা অংশ নিয়েছিলেন। সংগঠনের নেতৃত্বে থাকা ডঃ সব্যসাচী রায় বলেন, এদিনের এই লাইভ সার্জারি অপারেশন খুব কাজে লাগবে মেডিক্যাল কলেজের পড়ুয়ারদের। তাছাড়াও সাধারণ মানুষ দেখতে পেয়েছেন কিভাবে অপারেশন করে প্রসব করানো হচ্ছে। এদিন ১৪ টি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন জেলাতে এর শ্রীবৃদ্ধি ঘটবে বলে তিনি আশাবাদী।


