এবার ওমিক্রন ঠেকাতে ভারতের বাজারে আসছে নয়া ভ্যাকসিন

এবার ওমিক্রন ঠেকাতে ভারতের বাজারে আসছে নয়া ভ্যাকসিন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দ্বিতীয় ঢেউয়ে ভারতে প্রাণঘাতী হয়ে উঠেছিল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এবার ওমিক্রন ঠেকাতে আরও একটি নতুন ভ্যাকসিন আসতে চলেছে দেশের বাজারে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের প্রথম সারির ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক এই ন্যাজাল ভ্যাকসিন বা নাকে দেওয়ার টিকা তৈরি করেছে। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিনেই সরকারি ভাবে দেশের বাজারে আসছে এই ভ্যাকসিন।
ভারত বায়োটেক জানিয়েছে, কেন্দ্র এবং সমস্ত রাজ্য সরকার এই টিকা কিনতে পারবে। এই টিকার দাম পড়বে মাত্র ৩২৫ টাকা। সংস্থার কর্ণধার কৃষ্ণা এলা জানিয়েছেন, সরকারি হাসপাতালে এই টিকার একটি ডোজের দাম পড়বে ৩২৫ টাকা। তবে বেসরকারি হাসপাতালে এই ভ্যাকসিনের একটি ডোজের দাম হবে প্রায় ৮০০ টাকার কাছাকাছি। এই টিকার দামের সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হবে। ফলে জিএসটি নিয়ে এই টিকার দাম দাঁড়াবে ৮৪০ টাকা। সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালের সার্ভিস চার্জও এর সঙ্গে জুড়বে। ফলে এই টিকার দাম হাজারে গিয়ে ঠেকবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে যেটা আশঙ্কার তা হল, এই টিকা নিতে কতজন আগ্রহী হবেন। এমনিতেই করোনার প্রকোপ কমতেই বুস্টার ডোজ নেওয়ার লোকই মিলছে না। হাসপাতালে পড়ে নষ্ট হচ্ছে ভ্যাকসিন। এই অবস্থায় ওমিক্রনের হাজার টাকা খরচ করে ওমিক্রনের এই টিকা কজন নেবেন বলা কঠিন।


