হাতের মুঠোয় জলাধারকে আনতে নতুন অ্যাপ চালু হুগলিতে

হাতের মুঠোয় জলাধারকে আনতে নতুন অ্যাপ চালু হুগলিতে
রূপম রায়, হুগলি
জল ভরো, জল ধরো প্রকল্প চালু হয়েছিল অনেক আগেই। প্রধান লক্ষ্য ছিল, ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধ। পরিবর্তে ভূপৃষ্ঠের জল কাজে লাগানো। তাহলেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।
সেই লক্ষ্যে রাজ্যজুড়েই পুকুর খননের কাজ শুরু হয়েছিল অনেক আগে। লক্ষ লক্ষ পুকুরও কাটা হয়েছে। কিন্তু পুকুরগুলি কোথায় কাটা হয়েছে? তার বর্তমান অবস্থা কী? এসব তথ্য সব সময় কিন্তু হাতের কাছে থাকে না। এবার সেই তথ্যকে হাতের কাছে আনতে উদ্যোগী হল হুগলি জেলা পরিষদ। এজন্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যে অ্যাপের মাধ্যমে যে কোনও প্রশাসনিক আধিকারিক সহজেই জানতে পারবেন কোন এলাকায় ক’টি পুকুর খনন করা হয়েছে, তার বর্তমান অবস্থা কী। তারপর সেই এলাকা নিয়ে নতুন পরিকল্পনা তৈরি করতে পারবেন।
বুধবার সেই অ্যাপের উদ্বোধন হল হুগলি জেলা পরিষদ ভবনে। অ্যাপের নাম দেওয়া হয় জলাধারা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পি দিপ্পাপ্রিয়া, এডিএম (জেনারেল) নকুল চন্দ্র মাহাতো, সভাধিপতি সেখ মেহেবুব রহমা- সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।



