দুর্নীতি কান্ডে ফের রহস্যময়ী এক মডেল, অয়নের সঙ্গী সেই নারীর নাম এবার জানা গেল

দুর্নীতি কান্ডে ফের রহস্যময়ী এক মডেল, অয়নের সঙ্গী সেই নারীর নাম এবার জানা গেল
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিয়োগ দুর্নীতিতে শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল গ্রেপ্তার হওয়ার পর থেকেই একের পর এক পর্দা ফাঁস হচ্ছে। এর আগেও দুর্নীতি কাণ্ডে বহু নারীদের নাম জড়িয়ে গিয়েছে। তাদের মধ্যে কেউ অভিনেত্রী, কেউ মডেল, কেউ আবার বিনোদন জগতের বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত, আবার কোনো মহিলা শুধুই ব্যবসায়ী। ফলে দুর্নীতি কাণ্ডের সঙ্গে রহস্যময়ী মহিলাদের নামের তালিকা একের পর এক লম্বা হচ্ছে। এবার অয়ন ঘনিষ্ঠ এক রহস্যময়ী নারীর সন্ধান পাওয়া গেল। নাম তার শ্বেতা চক্রবর্তী। সল্টলেকে অয়নের অফিস থেকে শ্বেতার গাড়ি এবং ব্যাংক একাউন্ট এর নথি উদ্ধার করেছেন ই ডি অফিসাররা।
জানা গিয়েছে, শ্বেতার ব্যাংক অ্যাকাউন্টে মোট ২৫ কোটি টাকা পাওয়া গিয়েছে। কোথা থেকে সেই টাকা এসেছে এখনো হিসাব মেলেনি। এমনও শোনা যাচ্ছে, বাংলার বাইরে উত্তর পূর্বে শ্বেতার নামে একাধিক রিসর্ট রয়েছে। শ্বেতার সম্বন্ধে খোঁজ করতেই জানা গেল, দীর্ঘদিন মডেলিং জগতের সঙ্গে যুক্ত শ্বেতার বাড়ি নৈহাটির বিজয় নগরে। অয়নের স্ত্রীর মাধ্যমেই মডেল শ্বেতার সঙ্গে যোগাযোগ। পরে অয়নের প্রোমোটিং ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন শ্বেতা। আরো জানা গিয়েছে, মডেলিং এর সঙ্গে দীর্ঘদিন কামারহাটি পুরসভার সিভিল ইঞ্জিনিয়ার বিভাগেও শ্বেতা চক্রবর্তী চাকরি করেছে।
এই প্রসঙ্গে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, কামারহাটি পুরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে ২০১৬ সালে শ্বেতা চক্রবর্তী যোগ দেন। অফিসের কাজ ছাড়া অন্য কোনো বিষয়েই কথা হতো না বলেই তিনি জানিয়েছেন। অয়নের বাড়ি থেকে শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিই নয়, বহু পুরসভাতেও নিয়োগ দুর্নীতির যে অভিযোগ পাওয়া গিয়েছে, সেই বিষয়টি দাবি করেছে ইডি। অয়নের সল্টলেকের অফিস থেকে একটি ম্যাকবুক, একটি কম্পিউটার, প্রায় চারশো OMR শিট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে ইডি। জানা গিয়েছে, মোট ৬০ পুরসভায় ৫০০০ অবৈধ নিয়োগ হয়েছে। চাকরি বিক্রির সেই হিসাব ধরলে মূল্য দাঁড়াবে ৫০ কোটি টাকা। অয়নকে জেরা করার পরেই ইডি অফিসাররা একের পর এক নতুন তথ্য জানতে পারছেন বলেই জানা গিয়েছে।
অয়নের কীর্তির মধ্যে আরো বেশ কিছু জানা গিয়েছে। জেলবন্দি কুন্তলের মতোই টলিউডের সঙ্গেও অয়নের যোগ ছিল। অয়নের বাড়িতে তল্লাশি চালিয়ে ইমপার ২০১৯-২০ সালের বার্ষিক প্রতিবেদন এবং হিসেব-নিকাশের তথ্য ইডির হাতে উঠে এসেছে। ইডি এই সংক্রান্ত আরো বেশ কিছু তথ্য হাতে পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ২০২০ সালে টেলিভিশন সিরিয়াল প্রোডাকশনের জন্য একটি মৌ চুক্তি সই করা হয়েছিল। অয়নের প্রযোজনায় ২০২১ সালে কাবাডি কাবাডি নামে একটি সিনেমাও তৈরি হয়। ফলে এবার অয়নের সঙ্গে টলিউড যোগেরও খোঁজ পাওয়া গেল।


