হাওড়া স্টেশনেই সন্তানের জন্ম দিলেন পূর্ব মেদিনীপুরের প্রসূতি

হাওড়া স্টেশনেই সন্তানের জন্ম দিলেন পূর্ব মেদিনীপুরের প্রসূতি
02 Sep 2023, 04:00 PM

হাওড়া স্টেশনেই সন্তানের জন্ম দিলেন পূর্ব মেদিনীপুরের প্রসূতি

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে মহিলা আরপিএফ কর্মীদের তৎপরতায় নির্বিঘ্নে সন্তানের‌ জন্ম দিলেন এক বধূ। মা ও সদ্যোজাত শিশু দুজনেই সুস্থ রয়েছে। হাওড়া জেলা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে দুজনেই। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা সুপ্রিয়া করন স্বামী আকাশের সঙ্গে কলকাতায় আসছিলেন। ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামতেই সুপ্রিয়ার প্রসব বেদনা শুরু হয়। বিষয়টি দেখতে পেয়েই সেখানে কর্তব্যরত মহিলা রেল পুলিশের কর্মীরা সুপ্রিয়ার সাহায্যে এগিয়ে যান। ট্রেনের কয়েকজন সহযাত্রীও সহায়তার হাত বাড়িয়ে দেন। এরপরই মহিলা আরপিএফ কর্মীরা হাওড়া স্টেশনেই সুপ্রিয়ার প্রসব করান। খবর পেয়ে চিকিৎসক আসার আগেই মহিলা আরপিএফ কর্মীদের তৎপরতায় হাওড়া স্টেশনেই সন্তানের জন্ম দেন সুপ্রিয়া। পরে চিকিৎসক এসে দুজনকেই সুস্থ বলে জানান। এরপর আরপিএফ কর্মীরাই দুজনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে মা ও সদ্যোজাত সন্তান দুজনেই। আর পি এফ কর্মীদের এ হেন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সুপ্রিয়া দেবীর পরিবার।

Mailing List