পানাগড়ের দার্জিলিং মোড়ের একটি বেসরকারি ব্যাঙ্কের ভিতরে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতী

পানাগড়ের দার্জিলিং মোড়ের একটি বেসরকারি ব্যাঙ্কের ভিতরে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পশ্চিম বর্ধমানের পানাগড়ের দার্জিলিং মোড়ের একটি বেসরকারি ব্যাঙ্কের ভিতরে এক গ্রাহকের কাছ থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।
পানাগড় রেলপাড়ের বাসিন্দা সুশোভন চ্যাটার্জি বৃহস্পতিবার দুপুরে ৫০ হাজার টাকা জমা করার জন্য ব্যাঙ্কে যান। সুশোভনবাবু জানান, এই সময় একটি মাঝবয়সী লোক ব্যাঙ্কের ক্যাশিয়ারকে জিজ্ঞেস করে, ডলার ভাঙ্গানো যাবে কি না। এরপর ওই লোকটি সুশোভনবাবুর সামনে একটি ডলার দেখিয়ে জানতে চায়, কোথায় ভাঙানো যাবে ডলার।
কথা বলতে বলতেই আচমকা সুশোভনবাবুর হাত থেকে টাকার বান্ডিলটি সে নিয়ে নেয়। সুশোভন সঙ্গে সঙ্গে বলেন, আমার টাকায় হাত দিয়েছেন কেন? এরপরেই লোকটা দ্রুত বেরিয়ে যায় ব্যাঙ্ক থেকে। সুশোভনবাবু টাকা গুনে দেখেন, ১২ হাজার টাকা উধাও বান্ডিল থেকে।
পুলিশ জানিয়েছে, একটি চারচাকা গাড়ি নিয়ে দুষ্কৃতী ব্যাঙ্কে এসেছিল। সিসি ক্যামেরার ফুটেজে তা দেখা গিয়েছে। কিভাবে হাতসাফাই করল সে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এদিকে ব্যাঙ্কের ভিতরের এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন গ্রাহকেরা।


