ঝাড়গ্রাম ঘুরতে গিয়ে শ্লীলতাহানির শিকার নাবালিকা! অভিযুক্ত হোটেল কর্মীকে গ্রেফতার

ঝাড়গ্রাম ঘুরতে গিয়ে শ্লীলতাহানির শিকার নাবালিকা! অভিযুক্ত হোটেল কর্মীকে গ্রেফতার
31 Dec 2022, 09:14 PM

ঝাড়গ্রাম ঘুরতে গিয়ে শ্লীলতাহানির শিকার নাবালিকা! অভিযুক্ত হোটেল কর্মীকে গ্রেফতার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ঝাড়গ্রাম ঘুরতে গিয়ে শ্লীলতাহানির শিকার হল এক নাবালিকা। অভিযোগের তির এক হোটেল কর্মীর বিরুদ্ধে। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত হোটেল কর্মীকে গ্রেফতারও করা হয়েছে।

যদিও হোটেল কর্তৃপক্ষের বক্তব্য, হোটেল কর্মীকে ফাঁসানো হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখলেই পরিষ্কার হয়ে যাবে।

পুলিশ জানিয়েছে, ধৃত হোটেল কর্মীর নাম সুব্রত পাল। ধৃতকে শনিবার তোলা হয় ঝাড়গ্রাম আদালতে। বিচারক ২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে ঝাড়গ্রাম ঘুরতে এসেছিলেন একটি পর্যটকের দল। ঝাড়গ্রাম শহরের একটি লজে উঠেছিলেন তারা। শুক্রবার রাত এগারোটা নাগাদ ওই লজের কর্মী পর্যটকদের সঙ্গে থাকা এক নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যদিও লজের মালিক সুভাষ চন্দ্র দাস বলেন, হাওড়া এলাকা থেকে দলটি এসে উঠেছিল লজে। তারা মিথ্যে অভিযোগে তাদের এক কর্মীকে ফাঁসিয়েছে। রাত এগারোটা নাগাদ লজের ওই কর্মীকে মারধর করতে থাকে পর্যটকরা। ছাড়াতে গেলে হেনস্তা করে এবং শ্লীলতাহানির অভিযোগ তোলে। লজে সর্বত্র সিসি ক্যামেরা লাগানো রয়েছে। পুলিশ সিসি ক্যামেরা গুলি দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। ঝাড়গ্রাম অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার বলেন, একটি অভিযোগের ভিত্তিতে লজের কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আসামী পক্ষের আইনজীবী সায়ক ভদ্র বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। পকসো ধারায় মামলা রুজু হয়েছে, ২ জানুয়ারি পকসো আদালতে তোলার নির্দেশ দিয়েছেন সিজিএম।

Mailing List