গরু চোর ধরতে গিয়ে পুলিশের গাড়িতে চাপা পড়ে নাবালকের মৃত্যু, তীব্র বিক্ষোভ নদিয়ার ধানতলায়

গরু চোর ধরতে গিয়ে পুলিশের গাড়িতে চাপা পড়ে নাবালকের মৃত্যু, তীব্র বিক্ষোভ নদিয়ার ধানতলায়
কুহেলি দেবনাথ, নদিয়া
পুলিশ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বালকের। ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে খন্ড যুদ্ধ শুরু হয়। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ধানতলা থানার কুলগাছি এলাকায়। ঘটনায় আহত হয়েছেন পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রানাঘাট হাসপাতালে। চোর ধরা কে কেন্দ্র করে এই সংঘর্ষ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় মানুষের দাবি, এলাকায় বাড়ছিল গরু চুরির ঘটনা। অভিযোগ কাল রাতে একজনকে এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে। সেই চোরকে উদ্ধার করতে গেলে জন রোষে পড়ে পুলিশ। অভিযোগ পুলিশ তখন ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে বেরিয়ে আসতে গেলে গাড়ির নিচে পড়ে যায় বেশ কয়েকজন। পুলিশ গাড়িতে চাপা হয়ে মৃত্যু হয় এক বালকের। এবং দুজন আহত অবস্থায় রানাঘাট মহকুমা হসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা ঘিরে ফের বিক্ষোভের মুখে পড়ে নদিয়ার ধানতলা থানার পুলিশ। কুলগাছি গ্রামে তীব্র বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ওই এলাকার পাশেই বাংলাদেশ বর্ডার। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তায় কারণেই চুরি বাড়ছে। অন্যদিকে পুলিশের দাবি, এলাকায় নিয়মিত টহল দেওয়া হয়। গ্রামবাসীরা একজনকে চোর সন্দেহে মারধর করছিল। তা জেনে পুলিশ তাকে উদ্ধার করতে যায়। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। তখন পুলিশের ওপর চড়াও হয় এলাকার মানুষ। পরিস্থিতি সামাল দিতে পরে বিশাল পুলিশ বাহিনী গিয়েছে এলাকায়।


