মৃত‌্যুর মিছিল, নিশ্চিহ্ন গ্রামের পর গ্রাম, মরক্কো যেন মৃত্যু উপত্যকা  

মৃত‌্যুর মিছিল, নিশ্চিহ্ন গ্রামের পর গ্রাম, মরক্কো যেন মৃত্যু উপত্যকা   
13 Sep 2023, 06:00 PM

মৃত‌্যুর মিছিল, নিশ্চিহ্ন গ্রামের পর গ্রাম, মরক্কো যেন মৃত্যু উপত্যকা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: মৃত‌্যুর হাহাকার মরক্কো জুড়ে। ধ্বংসস্তুপের পর ধ্বংসস্তুপ। গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন। ভয়াল ভয়ঙ্কর ভূমিকম্পের পর কেটে গেছে তিন-তিনটে দিন। কিন্তু মৃত‌্যুর মিছিলে মৃতদেহের সংখ‌্যা যতদিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। মরক্কোর প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রায় তিনহাজার মানুষ নিহত হয়েছে। আহতর সংখ‌্যাও বাড়ছে পাল্লা দিয়ে। জানা গেছে, সেই সংখ‌্যা আড়াই হাজারেরও বেশি। উদ্ধার কাজ যত এগোচ্ছে, ততই বাড়ছে নিহত ও আহতের সংখ‌্যা। বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা জানাচ্ছে, গত ষাট বছরের মধ‌্যে মরক্কোয় হওয়া  সবথেকে বিধ্বংসী ভূমিকম্পের প্রভাব পড়েছে তিন লক্ষেরও বেশি মানুষের উপর। ধূলিসাৎ হয়েছে অসংখ‌্য ঘর-বাড়ি। খোলা আকাশের নিচে কাটাচ্ছেন সব হারানো বিধ্বস্ত মানুষজন। মৌলে ব্রাহিম, মারাকাশ, কাসাব্লাঙ্কা, ইমদালসহ মরক্কোর বেশকিছু অঞ্চলে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের জন‌্য অস্থায়ী শিবির খোলা হয়েছে। যেখানে যেখানে যাওয়া সম্ভব হচ্ছে, সেখানে সেখানে মরক্কোর সেনাবাহিনীর সদস‌্যরা পৌঁছে দিচ্ছেন ত্রাণ। খাবার, জল, ঔষুধ, তাঁবু পাঠানো হয়েছে। সংবাদসংস্থা জানাচ্ছে, মরক্কোর সেনা সহ ২৪ জন চিকিৎসক, ৪৬ জন নার্স ও ৫৮ জন মানসিক ও সামাজিক বিশেষজ্ঞদের রাখা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের চিকিৎসার জন‌্য। তবে তা নিতান্তই অপ্রতুল। চিকিৎসক এবং নার্সরা চেষ্টা করছেন সীমবদ্ধতার মধ‌্যেই মানুষদের সুচিকিৎসা দেওয়ার। রক্তের প্রয়োজনে পুলিশ কর্মীরাই রক্ত দিচ্ছেন। অস্থায়ী চিকিৎসা কেন্দ্রগুলিতে মূলত পোড়া এবং গভীর ক্ষত নিরাময়ের চিকিৎসা করানোর জন‌্যই মানুষরা বেশি আছেন। এর মধ‌্যে ভূমিকম্পের জেরে যোগাযোগ ব‌্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় মানুষরা জানাচ্ছেন, উদ্ধারকারীদের পৌঁছতে অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে। এর কারণ, রাস্তা-ঘাট ভেঙে যাওযায় দ্রুত যাওয়া আসা যাচ্ছে না। মরক্কোকে সাহায‌্য করতে এগিয়ে এসেছে স্পেন, গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইরাক, ইরান, ইজরায়েল, পোল‌্যান্ড, আমিরশাহির মতো দেশগুলি। আর্থিক সাহায‌্য ছাড়াও পাঠানো হচ্ছে উদ্ধারকারীদের দল। সঙ্গে পাঠানো হচ্ছে। চিকিৎসার জন‌্য প্রয়োজনীয় ঔষুধ, নিত‌্যপ্রয়জনীয় সামগ্রীও পাঠানো হচ্ছে। প্রয়োজনে আরও সাহায‌্য লাগলে দেওয়া হবে বলে জানিয়েছে পার্শ্ববর্তী দেশগুলি।

Mailing List