পুজোর মুখে পুলিশের শীর্ষ স্তরে ফের বড়সড় রদবদল, বাঁকুড়া রেঞ্জের ডিআইজি হচ্ছেন মিরাজ খালিদ

পুজোর মুখে পুলিশের শীর্ষ স্তরে ফের বড়সড় রদবদল, বাঁকুড়া রেঞ্জের ডিআইজি হচ্ছেন মিরাজ খালিদ
22 Sep 2022, 07:45 PM

পুজোর মুখে পুলিশের শীর্ষ স্তরে ফের বড়সড় রদবদল, বাঁকুড়া রেঞ্জের ডিআইজি হচ্ছেন মিরাজ খালিদ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পুজোর মুখে পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল। বৃহস্পতিবার ৬ জন আই পি এস এর দায়িত্ব বদল হলো। এদিন স্বরাষ্ট্র দফতর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাঁকুড়া রেঞ্জের আইজিপি সুনীল কুমার চৌধুরীকে আইজি সিআইডি করা হয়েছে। মিরাজ খালিদকে বাঁকুড়া রেঞ্জের ডিআইজি করা হয়েছে। তিনি এতদিন সিআইডি অপারেশন ছিলেন। আরিস বিলাল এসএস সিআইডি করা হয়েছে। তিনি এতদিন কলকাতা পুলিশ এর ডিসিডিডি স্পেশাল ছিলেন। দেবব্রত দাস আইজি রেলওয়ে হলেন তিনি ব্যারাকপুরের এস ভি এস পি এর আইজি ছিলেন। আইপিএস প্রণব কুমার ব্যারাকপুর এর এস ভি এস পি এর আইজি হলেন। তিনি এতদিন সিআইডির আইজি হিসেবে ছিলেন।

Mailing List