বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাওড়ায়

22 Aug 2023, 09:45 PM
বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাওড়ায়
সুলেখা চক্রবর্তী, হাওড়া
মঙ্গলবার ভোরে হাওড়ার টিকিয়াপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করল পুলিশ। শুধু তাই নয় অস্ত্র পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন টিকিয়াপাড়া এলাকায় অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃত যুবকের কাছ থেকে দুটি সেভেন এম এম পিস্তল, একটি নাইন এমএম পিস্তল ও ১৩০টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃত যুবকের নাম সুরয রাই। পুলিশের দাবি, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে গত ১৯ শে জুন ছিনতাই হওয়া ১১ লক্ষ টাকা দিয়ে এইগুলি কেনা হয়েছিল। এবং এগুলি বিক্রির জন্য আনা হচ্ছিল কলকাতায়। ছিনতাইয়ের টাকাতেই অস্ত্র কিনেছিল ওই যুবক। তবে পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার সঙ্গে একাধিক লোক জড়িত রয়েছে।


