আওয়ামী লীগ এর সাথে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথসভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ এর সাথে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথসভা অনুষ্ঠিত
আনফোল্ড বাংলা ঢাকা ব্যুরো: বাঙালির স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন শরীয়তপুরে বিশাল জনসভায় ভাষণ দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত জনসভায় করণীয় বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের সভাপতিত্বে বুধবার বিকাল ৪ টায় কাঁঠালবাড়ী ঘাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ মন্ত্রী এনামুল হক শামীম, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় প্রতিনিধিবৃন্দ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।



