পুজোর আগেই বিহার সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বেআইনি মদ পাচার, ধরে ফেললো পুলিশ, গ্রেপ্তার ১

পুজোর আগেই বিহার সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বেআইনি মদ পাচার, ধরে ফেললো পুলিশ, গ্রেপ্তার ১
নারায়ণ সরকার, মালদা
পুজোর আগে বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার করলো পুলিশ। বিহারে পাচার করতে গিয়ে সেই মদ উদ্ধার ধরা পড়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে দাবি পুলিশের। জেলায় এই প্রথম এত টাকার বে-আইনি মদ উদ্ধার। ঘটনায় গ্রেপ্তার ১ জন। বেআইনি মদ উদ্ধার করেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
ভালুকা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ঝোটন প্রসাদের নেতৃত্বে চলে অভিযান। প্রায় এক হাজার বোতলের বেশি মদ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই যুবকের নাম বমবম কুমার (২৫)। বাড়ি কাঠিহার জেলার ডুমুরিয়া বিশনপুর এলাকায়। সোমবার ভোর বেলায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিহার সীমান্তবর্তী ভালুকা এলাকা থেকে একটি পিকআপ ভ্যান বোঝাই হয়ে বে-আইনি মদ ভর্তি গাড়ি ফতেপুর হয়ে বিহারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার ঝোটন প্রসাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মদ বোঝাই গাড়িটিকে তাড়া করে ভালুকা বিহার গামী রাজ্য সড়কে পাকড়াও করা হয়। উদ্ধার করা হয় ১৫১১ টি বিলাতি মদের বোতল আর ৫২৮ টি মদের পাউচ। পুজোর মরসুমে বিহারে পাচার করার উদ্দেশ্যেই বে-আইনি ভাবে এই বিদেশী মদ গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। বিহারে দীর্ঘদিন থেকেই মদ নিষিদ্ধ।


