জঙ্গলে পড়ে অর্ধনগ্ন দেহ, কাছে যেতেই বোঝা গেল পিষে মেরেছে হাতি, শোকের ছায়া ঝাড়গ্রামে

জঙ্গলে পড়ে অর্ধনগ্ন দেহ, কাছে যেতেই বোঝা গেল পিষে মেরেছে হাতি, শোকের ছায়া ঝাড়গ্রামে
আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: জঙ্গলে পড়ে রয়েছে অর্ধ নগ্ন দেহ। আর কাছে যেতেই বোঝা গেল যে মৃত্যু হয়েছে হাতির হামলায়। ফের হাতির হামলায় মৃত্যু হলো ঝাড়গ্রাম ব্লকের নেকড়াবিন্ধ্যা গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী খগেন্দ্রনাথ মাহাতোর। পরিবার সূত্রে জানা গেছে, এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দলমার দাঁতাল হাতির দল। খাবারের সন্ধানে কখনো লোকালয়ে কখনো বা রাজ্য সড়ক বা জাতীয় সড়কে দাপাদাপি করছে হাতির দলটি। মঙ্গলবার সকালে খগেন্দ্র নাথ মাহাতো জঙ্গলে গিয়েছিলেন পাতা আনতে। ঘণ্টা দুয়েক হওয়ার পরও বাড়ি না ফিরে আসায় পরিবারের লোকজন জঙ্গলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। শেষমেষ দেখতে পান জঙ্গলের ভিতরে খগেন্দ্রনাথের মৃতদেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায় ও বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ঝাড়্গ্রাম থানার পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা। পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়, ওই ঘটনায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের ছেলে মলয় মাহাতো জানান, ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। বনদপ্তর হাতি নিয়ে কোনরকম সতর্ক করছে না গ্রামের মানুষকে। যার জেরে মানুষের প্রাণহানি ঘটছে, কবে বনদপ্তর হাতি তাড়াতে ব্যবস্থা নিবে তার দিকেই তাকিয়ে আছেন সমস্ত ঝাড়গ্রাম জেলার সাধারণ মানুষ।


