এসভিএফ উদ্যোগে ফের একবার বড়পর্দায় ফিরছে একগুচ্ছ পুরনো সুপারহিট ছবি! দেখে নিন সেই ছবির তালিকা একঝলকে

এসভিএফ উদ্যোগে ফের একবার বড়পর্দায় ফিরছে একগুচ্ছ পুরনো সুপারহিট ছবি! দেখে নিন সেই ছবির তালিকা একঝলকে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পরিচালক রাজ চক্রবর্তীর 'চিরদিনই তুমি যে আমার' কার্যত পালটে দিয়েছিল বাংলা ছবির মোড়। ফের বড়পর্দায় ফিরছে সেই ছবি। তবে শুধু এই ছবিই নয়, একগুচ্ছ পুরনো সুপারহিট ছবি বড়পর্দায় ফিরিয়ে আনছে এসভিএফ। পুরনো সিনেমাকে সেলিব্রেট করাই তাঁদের মূল লক্ষ্য। সিনেপ্রেমীদের জন্য এসভিএফ সিনেমা আনতে চলেছে 'বাংলা ব্লকবাস্টার বোনানজা'। যেখানে সিনেপ্রেমীরা ভাসবে নস্টালজিয়ায়।
শুধু সিনেমার তালিকাতেই নয়, টিকিটের দামেও থাকছে চমক। পুরনো সিনেমা দেখা যাবে সেই সময়ের টিকিটের দামেই। মাল্টিপ্লেক্সেও টিকিটের দাম হতে চলেছে মাত্র ৫০ টাকা। কোন কোন ছবি দেখানো হবে? কবে থেকেই বা দেখা যাবে? জানা যাচ্ছে যে রম কম, রহস্য, দুঃখের ছবি থেকে শুরু করে তালিকায় থাকছে প্রেমের ছবি ও মিউজিক্যাল ছবিও।
আগামী ২রা ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর রোজ প্রদর্শিত হতে চলেছে একটি ছবি। এসভিএফ সিনেমা পুরুলিয়া, কৃষ্ণনগর, নরেন্দ্রপুর, বারুইপুর, উদয়ন, জলপাইগুড়ি, কোচবিহার, কালনা, রায়গঞ্জ, দুর্গাপুর, হলদিয়া, চুঁচুড়া, মগরা, ধনেখালি, বোলপুর ও তেজপুরে। প্রতিদিন বিকেল ৪টেয় থাকছে একেকটি ছবি। একনজরে দেখে নেওয়া যাক, কবে কোন ছবি ফিরে আসবে বড়পর্দায়-
২রা ডিসেম্বর- দুই পৃথিবী
৩রা ডিসেম্বর- পরাণ যায় জ্বলিয়া রে
৪ঠা ডিসেম্বর- আওয়ারা
৫ই ডিসেম্বর- বোঝে না সে বোঝে না
৬ই ডিসেম্বর- চিরদিনই তুমি যে আমার
৭ই ডিসেম্বর- প্রেম আমার
৮ই ডিসেম্বর- চ্যালেঞ্জ


