জামবনি ব্লকের চিঁচিড়া এলাকায় একদল হাতি ঢুকে ধান চাষের জমিতে চালালো তান্ডব

জামবনি ব্লকের চিঁচিড়া এলাকায় একদল হাতি ঢুকে ধান চাষের জমিতে চালালো তান্ডব
25 Sep 2023, 06:10 PM

জামবনি ব্লকের চিঁচিড়া এলাকায় একদল হাতি ঢুকে ধান চাষের জমিতে চালালো তান্ডব

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার ঝাড়খন্ড বাংলা সীমান্তবর্তী জামবনি ব্লকের চিচড়া এলাকায় খাবারের সন্ধানে রবিবার গভীর রাতে একদল হাতি আচমকা ঢুকে পড়ে, এরপর হাতির দলটি ধান চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায় । ধান চাষের জমিতে তাণ্ডব চালিয়ে কয়েক বিঘা জমির ধানের চাষ নষ্ট করে দিয়েছে বলে গ্রামবাসীরা জানান। কয়েকদিন ধরে ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একদল হাতি। কখনো সবজি চাষের জমিতে গিয়ে হাতির দল তান্ডব চালাচ্ছে, আবার কখনো ধান চাষের জমিতে গিয়ে তান্ডব চালাচ্ছে ।সেই সঙ্গে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে হাতির দল ঘরবাড়ি ভাঙচুর করছে। যার ফলে বাংলা  ঝাড়খন্ড সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের বাসিন্দারা হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন । যেভাবে হাতির দল তান্ডব চালিয়ে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে তাতে প্রচুর ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বন দপ্তরের কে গ্রামবাসীরা বিষয়টি জানিয়েছেন। বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সন্ধে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে ।সেই সঙ্গে জঙ্গলে গিয়ে ছাতু কুড়াতে ও পাতা তুলতে নিষেধ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বন দপ্তরের কর্মীরা ওই হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তারা জানান। এছাড়াও সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল, বিনপুর ১, ঝাড়গ্রাম ও নয়াগ্রাম ব্লক জুড়ে হাতির দল একাধিক জায়গায় তাণ্ডব চালিয়ে প্রচুর ফসলের ক্ষতি করেছে। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত থাকায় ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা প্রচুর ফসলের ক্ষতির আশঙ্কা করছেন।

Mailing List