রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি হাওড়ায়

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি হাওড়ায়
06 Sep 2023, 05:30 PM

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি হাওড়ায়

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

রাতের অন্ধকারে এক সোনার ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি মঙ্গলবার রাতে হাওড়ার উলুবেড়িয়া থানা এলাকার বাহিরতফায় ঘটেছে। জখম ব্যবসায়ীর নাম সুব্রত মাইতি। বাড়ি যদুরবেড়িয়াতেই।

স্থানীয় সুত্রে জানা গিয়েছেস মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ  বাড়ি ফেরার আগে দোকান বন্ধ করার তোড়জোড় করছিলেন সুব্রত বাবু। আচমকাই দুই দুষ্কৃতি বাইকে চেপে এসে তার কাছে সোনা ও রূপার গহনা সমেত ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হাতে গুলি লাগে সুব্রত বাবুর। আশপাশ থেকে লোকজন ছুটে এলে দুষ্কৃতিরা চম্পট দেয়। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ‌

Mailing List