জাতীয় সড়কে চলন্ত গ্যাস ট্যাঙ্কারে আগুন ঝাড়গ্রামে, দাঁড়িয়ে সব গাড়ি, এলাকা জুড়ে আতংক

জাতীয় সড়কে চলন্ত গ্যাস ট্যাঙ্কারে আগুন ঝাড়গ্রামে, দাঁড়িয়ে সব গাড়ি, এলাকা জুড়ে আতংক
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: শনিবার ছ নম্বর জাতীয় সড়কের খেমাশুলি ও গুপ্তমনির মাঝামাঝি এলাকায় চলন্ত গ্যাস ট্যাঙ্কারে আগুন, যার ফলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। সারিবদ্ধ ভাবে রাস্তার দু'ধারে দাঁড়িয়ে যায় হাজার হাজার গাড়ি। শনিবার বিকেল ৫ টা ৩০ মিনিট নাগাদ আচমকা ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার গুপ্তমনি ও খড়গপুর লোকাল থানার খেমাশুলির মাঝামাঝি এলাকায়। যার ফলে ৬ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই ঘটনার ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ছয় নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা। বিষয়টি জানানো হয় দমকল বিভাগ কে। তবে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয় ৬ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে গিয়ে দমকলের একটি ইঞ্জিন প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে ওই গ্যাস ট্যাঙ্কারের ইঞ্জিনে আগুন লেগেছিল তা ক্ষতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা। তবে ঠিক সময়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে দমকলের কর্মীরা পৌঁছে আগুন নেভানোর কাজ করায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ওই এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে ওই গ্যাস ট্যাঙ্কারের চালক ও খালাসিকে অক্ষত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। ওই ঘটনার ফলে দীর্ঘক্ষন ৬ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে থেকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।


