মালদায় বৃষ্টির সময় ড্রেনে পড়লো চ’বছরের শিশু! দু’দিন ধরে খোঁজাখুঁজির পরেও খোঁজ না মেলায় পরিবারের দাবি হয়তো অপহরন করা হয়েছে

মালদায় বৃষ্টির সময় ড্রেনে পড়লো চ’বছরের শিশু! দু’দিন ধরে খোঁজাখুঁজির পরেও খোঁজ না মেলায় পরিবারের দাবি হয়তো অপহরন করা হয়েছে
নারায়ণ সরকার, মালদা
দুদিন কেটে গেলেও এখনো উদ্ধার হলো না শিশু কন্যা। আর সেই ঘটনা ঘিরে তৈরি হযেছে রহস্য। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালদহের মানিকচক থানার চৌকিমির্জাদপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বৃষ্টির জল মগ্ন রাস্তায় খেলা করছিল একটি শিশু। সেই সময় পাশে থাকা ড্রেনে গিয়াস উদ্দিন মমিনের ছয় বছরের শিশু কন্যা সিদ্দিকা খাতুন ড্রেনে পড়ে যায় বলে অনেকের মত। এই ঘটনা এক বৃদ্ধা দেখতে পায় তিনি পরিবারকে খবর দিলে শুরু হয় খোঁজাখুঁজি। বহু খোঁজাখুঁজির পর পুলিশকে খবর দেওয়া হয় অবশেষে। পুলিশ এসে জেসিবি মেশিন লাগিয়ে বহু চেষ্টা করেও খোঁজ মেলেনি।
অবশেষে সোমবার পুলিশের তরফ থেকে স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। তবুও উদ্ধার করতে পারিনি শিশু কন্যাটিকে। দুদিন কেটে গেল তা না হয় রহস্যের দানা বাঁধছে ঘটনায়। শিশু কন্যার বাবার দাবি, ড্রেনে পড়ে গেলে হয়তো এতক্ষণ পাওয়া যেত। নিশ্চয় তা হয়নি। কেউ বা কারাও হয়তো মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনাস্থলে সন্ধ্যায় ডিএসপি হেডকোয়াটার প্রশান্ত দেবনাথ এবং মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার এসে পরিবারের লোকদের সঙ্গে কথাও বলেন।


