মাছ ব্যবসায়ীকে পিছমোড়া করে বেঁধে, মুখে বন্দুকের নল ঢুকিয়ে ভয়াবহ ডাকাতি মালদায়

মাছ ব্যবসায়ীকে পিছমোড়া করে বেঁধে, মুখে বন্দুকের নল ঢুকিয়ে ভয়াবহ ডাকাতি মালদায়
13 Jan 2023, 01:35 PM

মাছ ব্যবসায়ীকে পিছমোড়া করে বেঁধে, মুখে বন্দুকের নল ঢুকিয়ে ভয়াবহ ডাকাতি মালদায়

 

নারায়ণ সরকার, মালদা

     

হাত-পা বেঁধে দিল। মুখে বন্দুকের নল ঢুকিয়ে দিল। বুকের কাছে ধরলো চাকু। তারপর বলল, লকারের চাবি দে। নাহলে তোকে তো মারবোই, মেরে ফেলবো তোর বউকে।

এভাবেই মালদায় লুটপাট চালালো দুষ্কৃতীরা। গভীর রাতে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের আশ্বিনপুর এলাকায়। আলমারি ও লকার খুলে নগদ প্রায় তিন লক্ষ টাকা ও সোনার গয়না লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতী দল। ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মালদার চাঁচল থানার পুলিশ।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রি প্রায় দুটো নাগাদ মালদহের চাঁচলের মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের আশ্বিনপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মানোয়ার হোসেনের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটে। মানোয়ার হোসেন জানান, প্রথমে খুটখাট আওয়াজ হচ্ছিল। তা শুনে তিনি একটু বাইরে বেরোন। আনোয়ার জানান, বাইরে বেরোতেই তাঁরে জাপটে ধরেন কয়েকজন। তারপর হাত-পা বেঁধে দেয়। ওরা প্রায় জনা দশেক ছিল। সবার হাতে বন্দুক। কারও সঙ্গে চাকুও ছিল। আমাকে বেঁধে মুখ দিয়ে বন্দুকের নল ঠেকিয়ে বলে চাবি দে। কোথায় কী আছে বল। নাহলে তোকে তো মারবোই, তোর বউকেও মেরে ফেলবো। আমি একটু দেরি করতে মারধরও করে। তখন আমি বাধ্য হয়ে চাবি দিই। তারপর আমার মুখও বেঁধে ফেলে। বাড়ি থেকে ৪০০ মিটার দূরে আমায় ফেলে দেয়।’’

এরপর দুষ্কৃতীরা অবাধে লুটপাট চালায় বলে অভিযোগ। বাড়িতে থাকা আনোয়ারের স্ত্রী ও মায়ের গয়না নেয়। মেয়ের দামি ঘড়ি নেয়। নগদ টাকাও লুঠ করে। আনোয়ারের দাবি, টাকার পাশাপাশি প্রায় ৯ ভরি সোনার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। কিছুক্ষণ পর মখ বাঁধা অবস্থায় প্রতিবেশীর জানালার কাছে গিয়ে গোঁঙাতে থাকেন তিনি। তা শুনে জানালা দিয়ে প্রতিবেশীরা তাঁকে দেখে বেরিয়ে আসেন। শুরু করেন চিৎকার চেঁচামেচি। তখন পাড়ার সকলে বেরিয়ে আসে। ততক্ষণে দুষ্কৃতীরা চম্পট দেয়।

 ঘটনা খবর জানাজানি হতেই ভোর রাত্রে ঘটনাস্থলে পৌঁছায় মালদহের চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচোল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল ও চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

Mailing List