বিয়ে বাড়িতে আগুন ভয়াবহ আগুন, শতাধিক মানুষের মৃত্যু ইরাকে

বিয়ে বাড়িতে আগুন ভয়াবহ আগুন, শতাধিক মানুষের মৃত্যু ইরাকে
27 Sep 2023, 02:30 PM

বিয়ে বাড়িতে আগুন ভয়াবহ আগুন, শতাধিক মানুষের মৃত্যু ইরাকে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন:ছিল আনন্দ অনুষ্ঠান। পরিণত হল ভয়ঙ্কর বিষাদে। উত্তর ইরাকের নিনেভ প্রদেশের হামদানিয়া এলাকায় একটি বিবাহ বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। খ্রিস্টান সম্প্রদায়ের এই বিয়ের অনুষ্ঠানে হঠাৎই আগুন লেগে যায়। ভয়াবহ আগুনে অন্তত শতাধিক ব‌্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন দেড়শো জনেরও বেশি মানুষ। টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে গিয়েছে চারিদিকে দাউদাউ করে জ্বলছে আগুন। বিয়ে বাড়ি থেকে শুধুই আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। প্রাণ বাঁচাতে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছেন প্রচুর মানুষ। অগ্নিকাণ্ডের পর ওই বাড়িটিতে শুধুই পোড়া ধাতু এবং ধ্বংসাবশেষ দেখা গেছে। মঙ্গলবার উত্তর ইরাকের নিনেভ প্রদেশে এই ঘটনাটি ঘটেছে।

এখনও পর্যন্ত সংবাদসংস্থা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, অন্তত ১১৪ জন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন দেড়শোরও বেশি মানুষ। তবে প্রশাসনসূত্রে এখনও আহত বা মৃতর সঠিক সংখ‌্যা জানা যায়নি। আগুন লাগার ঘটনা জানার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দমকল বাহিনী উপস্থিত হন। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তদন্ত চলছে। এবং মৃতের সংখ‌্যা আরও বাড়তে পারে। প্রাণে বেঁচে যাওয়া মানুষদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অক্সিজেন সরাবরাহ করা হচ্ছে। নিনেভ প্রদেশের স্বাস্থ‌্য বিভাগ জানিয়েছে, দুর্ভাগ‌্যজনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব‌্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল সুদানি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে স্বাস্থ‌্য মন্ত্রককে পর্যাপ্ত ত্রাণ সরাবরাহ করতে বলেছেন। নিনেভ প্রদেশের গভর্নর নাজিম আল জুবারি জানিয়েছেন, আহতদের কয়েকজনকে আঞ্চলিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন মৃতের সংখ‌্যা বৃদ্ধি পেতে পারে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও সংবাদসংস্থা জানাচ্ছে, বিয়ের অনুষ্ঠান চলাকালীন আতশবাজি ফাটানো হচ্ছিল। সেই থেকেই হয়তো আগুন লাগতে পারে।

প্রশাসনিক তরফে বলা হয়েছে, ‘‘অগ্নিকাণ্ডের ফলে ওই বাড়িটির বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। দেখা গেছে, ধসে পড়া অংশগুলি খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি। যা অত‌্যন্ত দাহ‌্য। যে কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গেই অংশটি ধসে পড়ে।’’ প্রশ্ন উঠেছে, ইরাকের প্রশাসন এরকম বাড়ি তৈরির অনুমতি কেন দিল? যদিও এর উত্তর প্রশাসনের তরফে পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিয়ে বা অনুষ্ঠান বাড়ির তৈরির ক্ষেত্রে নির্মাণ সামগ্রীর মান যাতে ঠিকঠাক থাকে তারজন‌্য নির্দিষ্ট আইন রয়েছে। এক্ষেত্রে কোনও নিয়মই মানা হয়নি। নিনেভ প্রদেশে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনই বেশি বসবাস করেন।

Mailing List