ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক মাদকের কারবারী

27 Sep 2023, 01:00 PM
ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক মাদকের কারবারী
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ব্রাউন সুগার ও মাদক সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এদিন নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থানার পুলিশ ও পুলিশের স্পেশাল অপারেশনাল গ্রুপ যৌথ অভিযান চালিয়ে গোরামোর এলাকা থেকে মাদক সহ এক কারবারীকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম রফিকুল হক, বাড়ি রাজগঞ্জ (Rajganj)থানার অধীন জুম্মাগছ এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০০ গ্রাম ব্রাউন সুগার। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করা হয়েছে। ধৃত ব্যক্তিকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।


