আসানসোলে রাস্তায় ঠিকাদারের রক্তাক্ত দেহ

আসানসোলে রাস্তায় ঠিকাদারের রক্তাক্ত দেহ
আনফোল্ড বাংলা প্রতিবেদন, আসানসোল (পশ্চিম বর্ধমান): ক্রমেই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে আসানসোল এবং সংলগ্ন এলাকা। চিত্তরঞ্জন রেলকারখানা যাওয়ার রাস্তা থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাত্ত দেহ। মৃতের নাম বলরাম সিং। তিনি রেলইঞ্জিন কারখানার ঠিকাদার কর্মী ছিলেন। দেহ উদ্ধার হয় শুক্রবার বিকেলে।
পুলিশের ধারনা বলরাম সিংকে খুন করা হয়েছে। দুষ্কৃতীরা খুব কাছ থেকে বলরাম সিংকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশেই পড়ে ছিল হলুদ রঙের একটি স্কুটি। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বলরাম সিংকে উদ্ধার করে চিত্তরঞ্জনের কেজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।বৃহস্পতিবার রাতেই ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা এক যুবতীকে অপহরণের চেষ্টা করেছিল। তারপরেই এই খুনের ঘটনা। রেলশহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কী কারণে খুন পুলিশ তা খতিয়ে দেখার চেষ্টা করছে।

