দত্তপুকুরে চড় খাওয়া বিজেপি নেতার বিরুদ্ধেই থানায় জমা পড়ল অভিযোগ

দত্তপুকুরে চড় খাওয়া বিজেপি নেতার বিরুদ্ধেই থানায় জমা পড়ল অভিযোগ
17 Jan 2023, 10:30 AM

দত্তপুকুরে চড় খাওয়া বিজেপি নেতার বিরুদ্ধেই থানায় জমা পড়ল অভিযোগ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: মন্দিরের খারাপ রাস্তা মেরামত করার অনুরোধ জানাতে গিয়েছিলেন ‘দিদির দূত’-এর কাছে। অভিযোগ করতে গিয়ে প্রকাশ্যে সপাটে চড় খেতে হয়েছিল গালে। শনিবার বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসকে চড় মারার ঘটনায় সারাদিন তোলপাড় হয় রাজ্য রাজনীতি। অভিযোগ জানানোর সময় তাঁকে চড় মারেন স্থানীয় তৃণমূল কর্মী শিবম। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে চড়-খাওয়া সেই বিজেপি নেতা সাগর বিশ্বাসের নামেই এবার পুলিশের কাছে অভিযোগ জমা পড়ল।

যিনি মার খেলেন, তাঁর বিরুদ্ধেই উঠল অভিযোগ। সাগর বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসতেই ফের রাজনৈতিক মহলে চর্চায় উঠে এসেছে ওই ঘটনা। চড় মারায় অভিযুক্ত তৃণমূল সমর্থক শিবম রায়কে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টে এরই মধ্যে চড়-খাওয়া সাগরের বিরুদ্ধে থানায়  জমা পড়ল অভিযোগ। যা নিয়ে আরও একপ্রস্থ রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযোগকারী গৌতম মুখোপাধ্যায় অবশ্য সংবাদমাধ্যমে নিজেকে সিপিএম কর্মী বলেই পরিচয় দিয়েছেন। সোমবার তৃণমূলের পার্টি অফিসে বসে সংবাদমাধ্যমকে তিনি বলেন, মন্দির ও মন্দির কমিটির ভাবমূর্তি খারাপ করেছেন বিজেপির মণ্ডল সভাপতি তথা মন্দির কমিটির সদস্য সাগর বিশ্বাস। তবে তিনি সিপিএম কর্মী নন, সাধারণ এলাকাবাসী হিসাবেই থানায় অভিযোগ দায়ের করেছেন।

তবে তাঁর অভিযোগপত্রে অবশ্য লেখা ছিল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বাধা দেওয়ার কারণে বিজেপি মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সিপিএম নেতৃত্ব অবশ্য গৌতমকে পার্টিকর্মী হিসেবে মানতে নারাজ। তাঁর অভিযোগের সঙ্গে সিপিএম দলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন বাম নেতারা। সবমিলিয়ে সাগর বিশ্বাসের বিরুদ্ধে দায়ের হওয়া এই অভিযোগ নিয়ে ফের উঠছে প্রশ্ন।

Mailing List