বিশ্বকাপের পর ঠাসা ক্রীড়াসূচি অপেক্ষা করছে রোহিতদের জন্য

বিশ্বকাপের পর ঠাসা ক্রীড়াসূচি অপেক্ষা করছে রোহিতদের জন্য
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের চার দিন পরেই আবার মাঠে নামতে হবে ভারতীয় দলকে।আগামী বৃহস্পতিবার, ২৩ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার টি২০সিরিজ়। পাঁচটি টি২০ ম্যাচ হবে নভেম্বরের ২৩, ২৬, ২৮ তারিখে, পাশাপাশি ডিসেম্বরের ১ এবং ৩ তারিখে শেষ দুটি ম্যাচ হবে।
ম্যান্ডেলার দেশে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ় রয়েছে ভারতীয় দলের। দু'টি টেস্ট-সহ তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন রোহিতেরা। এই দ্বিপাক্ষিক সিরিজ় চলবে আগমী ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত। ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হবে টি২০ সিরিজ। ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত হবে তিন ম্যাচের একদিনের সিরিজ।
দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার চারদিনের মধ্য়ে শুরু হয়ে যাবে ভারত-আফগানিস্তান খেলবে তিন ম্য়াচের টি-২০ সিরিজ। বিশ্বকাপের পর ফের ভারতে আসছেন রশিদ খানরা। এরপর জানুয়ারির শেষ থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ।
ইনস্টাগ্রাম স্টোরিতে ভারত অধিনায়ককে বাহবা দিয়ে কপিল লিখেছেন, 'রোহিত, তুমি যা করেছো তার জন্য আমরা গর্বিত। এদিক থেকে তুমি মাস্টার। আরও অনেক সাফল্য অপেক্ষা করে রয়েছে তোমার জন্য। আমি জানি এটা কতটা কঠিন। স্পিরিট বজায় রাখো। দেশ তোমার সঙ্গে রয়েছে।'
১২ বছর পরে ভারত আবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।খেলা, খেলা আর খেলা। ভারতীয় ক্রিকেটে বিরতি বলে যেন কিছু নেই। একটা প্রতিযোগিতা শেষ হলেই আর একটার শুরু। বিশ্বকাপের পরেও বিশ্রাম নেই সেই ক্রিকেটারদের


