হাওড়া-বর্ধমান শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল এগারো দিন, কিছু ট্রেন বাতিল থাকবে টানা একমাস

হাওড়া-বর্ধমান শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল এগারো দিন, কিছু ট্রেন বাতিল থাকবে টানা একমাস
আনফোল্ড বাংলা প্রতিবেদন: হাওড়া-বর্ধমান শাখায় একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। শিয়ালদা –বর্ধমান শাখাতেও বাতিল করা হচ্ছে ট্রেন। শুক্রবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে সেই কথা জানিয়েছে। মূলত, হাওড়া-বর্ধমান শাখায় চন্দনপুর, কামারকুন্ডু এবং বারুইপাড়া স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলার জন্যই এই সমস্ত ট্রেন বাতিল করা হল বলে জানানো হয়েছে।
কোন কোন ট্রেন কতদিন বাতিল থাকবে জেনে নিন-
৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর অবধি বাতিল থাকবে-
হাওড়া স্টেশন থেকে ছাড়া ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬০৮১, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০৮৭, ৩৬০১১, ৩৬০৭১ ডাউন লোকাল।
৩২৪১১, ৩২৪১৩ শিয়ালদহ-বর্ধমান লোকাল।
৩৬৮৪০ এবং ৩৬৮৪৪ বর্ধমান লোকাল।
মশাগ্রাম থেকে ছাড়া ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬ এবং ৩৬০৮৮ ডাউন লোকাল।
৩ ডিসেম্বর থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে-
৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ নম্বর হাওড়া-বর্ধমান লোকাল।
৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ ডাউন চন্দনপুর লোকাল।
৩৬০৭২ গুড়াপ লোকাল।


