বড়দিনে বড় দুর্ঘটনা হাওড়ায়, যাত্রীবাহী ধাক্কা মেরে ভাঙলো পাঁচিল

বড়দিনে বড় দুর্ঘটনা হাওড়ায়, যাত্রীবাহী ধাক্কা মেরে ভাঙলো পাঁচিল
25 Dec 2022, 04:50 PM

বড়দিনে বড় দুর্ঘটনা হাওড়ায়, যাত্রীবাহী ধাক্কা মেরে ভাঙলো পাঁচিল

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

বড়দিনের সকালে বড় দুর্ঘটনা হাওড়ায়। হাওড়া আদালত চত্বরে এক দূর্ঘটনায় গুরুতর জখম হলেন পাঁচজন যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হাওড়া থেকে শিবপুরগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এডিএম অফিসের পাঁচিলে ধাক্কা মারে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে হাওড়া আদালত ও হাসপাতালের পাঁচিলে। এই ঘটনায় পাঁচ যাত্রী গুরুতর জখম হয়। তাদের হাওড়া হাসপাতালের ভর্তি করা হয়েছে। বাসের চালক পলাতক বলে জানা গিয়েছে। এলাকার কয়েক জনের দাবি, গাড়িটি ছুটির দিনে রাস্তা ফাঁকা থাকায় জোরে চলছিল। তবে অন্যদিনে হলে কি হতো তা ভেবেই শিউরে উঠছে এলাকায় আসা লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায়। গাড়িটি রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Mailing List