আম চারা তৈরি এবং তা রোপনের সময় খেয়াল রাখবেন যে বিষয় গুলি
বিশ্বে এখনো পর্যন্ত প্রায় ৩৫ প্রজাতির আম পাওয়া যায়। যার মধ্যে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোলাপখাস, তোতাপুরী, আম্রপালি, কাঁচামিঠা, মল্লিকা,ইত্যাদি আমাদের রাজ্যে বেশ জনপ্রিয়। আমের এই জনপ্রিয়তা এবং চাহিদার কথা বিবেচনা করে অনেকই ভেবে থাকেন আম চাষের কথা। তবে এই চাষের আগে আম চারা তৈরি এবং তা রোপন করার অধ্যায় টা বেশ গুরুত্বপূর্ণ। আর এটা যদি সঠিক ভাবে না হয় তাহলে আপনার আম চাষের স্বপ্ন কখনোই বাস্তবায়িত হতে পারবে না।