বাড়িতে গাঁদা চারা লাগিয়েছেন; জেনে নিন গাঁদা গাছের উপকারীতা
গাঁদা ফুল গাছ ছোটো বড়ো আমাদের সকলের কাছেই অতি পরিচিত। গাঁদা ফুলকে অনেকে গন্ধা, গেন্ধা, গেনদা নামেও ডাকে। বেশিরভাগ বাড়ির টবে বা বাগানে এই ফুল দেখা যায়। শীত হোক বা গরম সব সময় এই ফুল ফোটে। কিন্তু শীতকালে এর চাষটা বেশি। গাঁদা ফুলের বিভিন্ন জাত ও রঙ থাকলেও উজ্জ্বল হলুদ ও গাড় কমলা রঙ বেশি লক্ষ্য করা যায়। গাঁদা ফুল বাগানের শোভা বর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পূজা-পার্বন ও গৃ্হসজ্জায় এর ব্যাপক ব্যবহার রয়েছে। সেই সাথে ফুলটির বেশ কিছু উপকারিতা ও ঔষধি গুণ ও রয়েছে। জেনে নিন গাঁদা ফুলের ৭ উপকারিতা ও ঔষধি গুণ।