এক বছরে ৮ লক্ষ, নতুন সদস্য পদ সংগ্রহে নজির এসএফআইয়ের

এক বছরে ৮ লক্ষ, নতুন সদস্য পদ সংগ্রহে নজির এসএফআইয়ের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গত এক বছরে সদস্য সংখ্যা অনেকটাই বাড়ল বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের। বিগত শিক্ষাবর্ষের তুলনায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএফআইয়ের সদস্যপদ বেড়েছে প্রায় ১ লক্ষের মতো। ২০১১ সালে ক্ষমতা হারানোর পর এই প্রথমবার এ রাজ্যে ৮ লক্ষ সদস্যপদের গণ্ডি টপকে গেল এসএফআই। ভারতের ছাত্র ফেডারেশনের তরফে এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৮,৩৯,১৮৫ জন্য সদস্য সংগ্রহ করেছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে আমাদের সংগৃহীত সদস্য সংখ্যা ছিল ৭,৪৪,৩০৬। বিগত শিক্ষাবর্ষের তুলনায় এই বছর ৯৪,৮৭৯ জন সদস্য বৃদ্ধি পেয়েছে। এই সদস্যপদ বৃদ্ধিকে নিজেদের বড় সাফল্য বলেই মনে করছেন বাম ছাত্র নেতারা।
সংগঠনের রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্য বলেন, ছাত্রদের বিভিন্ন ইস্যু নিয়ে অনবরত ময়দানে নেমে লড়াই করে যাচ্ছে এসএফআই। জাতীয় শিক্ষা নীতি থেকে ফি বৃদ্ধির প্রতিবাদ কিংবা সিএএ, এনআরসির মতো বিভিন্ন সামাজিক ইস্যুতে মাঠে নেমে আন্দোলন করছেন তাঁরা। কোভিড কালে রেড ভলান্টিয়ারদের কাজ করা থেকে শুরু করে শিক্ষা-শিক্ষার্থী বিষয়ে সবসময় এসএফআই ভাবে। তার জেরেই এই সাফল্য বলেই দাবি এই এসএফআই নেতার। যদিও এই হিসাবে গোলমাল আছে বলে পালটা এসএফআইকে কটাক্ষ করেছেন তৃণমূল ছাত্র-যুব নেতারা। তাঁরা বলছেন, যাদের সদস্যই নেই কলেজে, তাদের এই রিপোর্ট হতে পারে না। হিসাবে জল মেশানো আছে। প্রতিবারই দেখা যায়, এসএফআই, ডিওয়াইএফআইয়ের সদস্য সংখ্যা বাড়ছে। তাঁদের ব্রিগেড মানুষের ভিড়ে ছাপিয়ে যায়। তবে যাই হোক না কেন, শেষ পর্যন্ত এই মানুষগুলি কি বামপন্থীদের ভোট দেয়, সেটাই বড় প্রশ্ন।


