তাইওয়ানে ৬৮টি চিনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ সারা দিনে! উত্তেজনা বাড়ছে দুটো দেশের

তাইওয়ানে ৬৮টি চিনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ সারা দিনে! উত্তেজনা বাড়ছে দুটো দেশের
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ঘনিয়েছে যুদ্ধের মেঘ! সামরিক মহড়ায় তীব্রতা বাড়াচ্ছে চিন। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ৬৮টি যুদ্ধবিমানের অনুপ্রবেশ হয়েছে। ফলে ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে দুটো দেশের মধ্যে। তবে বেজিংকে(Bejing) জবাব দিতে প্রস্তুত তাইপেই।
সূত্রের খবর, ২৪ ঘণ্টার মধ্যে দ্বীপরাষ্ট্রটির সীমান্তে ৬৮টি যুদ্ধবিমান উড়িয়েছে চিনের লাল ফৌজ। যার মধ্যে ৪০টি বিমান বুধবার সকালে তাইওয়ানের (taiwan) ‘এয়ার ডিফেন্স জোনে’ ঢুকে পড়ে। এছাড়া দশটি চিনা রণতরীও শনাক্ত করেছে তাইপেই প্রশাসন।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ৬৮টি চিনা যুদ্ধবিমানের তাইওয়ানের সীমান্তে অনুপ্রবেশ ঘটেছে। নিরাপত্তাবাহিনী গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করা হয়েছে।
প্রসঙ্গত, চিন ও তাইওয়ানের মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে বহুদিন ধরে। দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে উঠেছে চিন।


