নৈহাটি স্টেশনে এক যুবকের ব্যাগ থেকে উদ্ধার ৬১ লক্ষ টাকার উৎস কী? তদন্তে আয়কর দফতর  

নৈহাটি স্টেশনে এক যুবকের ব্যাগ থেকে উদ্ধার ৬১ লক্ষ টাকার উৎস কী? তদন্তে আয়কর দফতর   
14 Oct 2022, 09:00 PM

নৈহাটি স্টেশনে এক যুবকের ব্যাগ থেকে উদ্ধার ৬১ লক্ষ টাকার উৎস কী? তদন্তে আয়কর দফতর

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: একটি যুবক ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল নৈহাটি স্টেশনে। তাকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু কথার মধ্যে অসঙ্গতি মেলায় তাকে আটক করে পুলিশ। তারপর তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়ক গাছ। যুবকের ব্যাগের ভেতর গোছা গোছা নোট।

শুরু হয় নোট গোনা পর্ব। যা থেকে দেখা যায় নগদ ৬১ লক্ষ ৩৫ হাজার ৪০০টাকা রয়েছে। তাকে গ্রেফতারও করা হয়। বাজেয়াপ্ত করা হয় টাকা।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সোনা ব্যবসার এই টাকা হয়ে থাকতে পারে। ওই যুবক টাকা নিয়ে এসেছিল টিটাগড় থেকে। নৈহাটিতে হ্যান্ডওভার করার কথা। টাকা হস্তান্তরের পদ্ধতিও বেশ কড়া। যাতে অন্য কারও হাতে টাকা না চলে যায় সে জন্য একটি নোট ছেঁড়া ছিল। সেই নোটের একটি অংশ ছিল ওই যুবকের হাতে। আর একটি অংশ যাকে হস্তান্তর করা হবে তার হাতে। দু’টি নোটের নম্বর মিলে গেলেই টাকা হস্তান্তর করার কথা ছিল। যদিও তার আগেই ধরা পড়ে যায় যুবক। আয়কর দফতর ঘটনার তদন্ত শুরু করেছে।

Mailing List