ধান কাটতে গিয়ে বাংলাদেশে বজ্রপাতে মৃত্যু ৯ জন চাষির! জখম পাঁচ

ধান কাটতে গিয়ে বাংলাদেশে বজ্রপাতে মৃত্যু ৯ জন চাষির! জখম পাঁচ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মাঠে পাকা ধান কাটতে গিয়েছিলেন চাষিরা। আর সেই সময় দেখা দিল মেঘ। শুরু হল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। আর বজ্রপাতে মৃত্যু হল ৬ জন কৃষকের। আহত হয়েছেন আরও ২ জন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের হাওরে এখন বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। রবিবার বেলা ১১টার দিকে হঠাৎ করেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। আকস্মিক বজ্রপাতেই এই মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পশ্চিম দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৮), পশ্চিম বড়কাপন গ্রামের আরশ আলী (৫৮), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লব গ্রামের আবদুস সামাদ (২৫); দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের তারা মিয়া (৩০) ও ফতেপুর গ্রামের মিলন মিয়া (১৪) এবং তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের রমজান আলী (১৬)। একই সময়ে বজ্রপাতে তাহিরপুরে মুকিদ মিয়া (২৫) ও দোয়ারাবাজারে নিজাম উদ্দিন (৩০) নামের দুজন আহত হয়েছেন। নিজাম উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে অমৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে ধান কাটার সময় বজ্রপাতে রিয়াজ উদ্দিন (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় জাহেদুর আলী (৫৫) ও কাবিল মিয়া (৫০) নামের দুজন আহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার হাইল হাওরপাড়ের ধানখেতে বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা হাইল হাওরের পার্শ্ববর্তী পশ্চিম শ্রীমঙ্গল (লালবাগ) এলাকার বাসিন্দা। আবার এই জেলার কমলগঞ্জে কৃষিজমির মাঠ থেকে গরু আনতে গিয়ে শম শব্দকর (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে উপজেলার উত্তর তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিনই নেত্রকোনার দুর্গাপুরে ধান কাটার সময় বজ্রপাতে রফিকুল হাসান (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর ছোট ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হয়েছেন।
এমনিতেই এই সময় তীব্র গরম চলছিল বেশ কিছুদিন। সবে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা। তার সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস ছিল। বৃষ্টিতে স্বস্তির মাঝেই প্রাণ গেল ৯ জনের।


