৫৭৫ ডিগ্রি সেলসিয়াসের গরম, অ্যাসিডের বৃষ্টি, যমজ গ্রহের রহস্যভেদে ইসরো

৫৭৫ ডিগ্রি সেলসিয়াসের গরম, অ্যাসিডের বৃষ্টি, যমজ গ্রহের রহস্যভেদে ইসরো
28 Sep 2023, 06:45 PM
৫৭৫ ডিগ্রি সেলসিয়াসের গরম, অ্যাসিডের বৃষ্টি, যমজ গ্রহের রহস্যভেদে ইসরো
 
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ইসরোর চন্দ্রায়ন ৩-র সাফল্যের পর ভারতীয় মহাকাশ গবেষণা এক লাফে বহু ধাপ এগিয়ে গিয়েছে৷ মহাকাশের রহস্য জানার দৌড়ে ভারত এখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। চাঁদ, মঙ্গল (Mars)এবং সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার পরে, ISRO এখন শুক্রের রহস্যভেদের প্রস্তুতি করছে।
 
এবার ইসরোর চেয়ারম্যান এস. সোমনাথ ঘোষণা করেছেন যে মহাকাশে ভারতের পরবর্তী মিশন শুক্র গ্রহে যাবে৷   যার জন্য পেলোড প্রস্তুত করা হয়েছে। ভারত ২০২৯-৩০ সালে শুক্র গ্রহে একটি মিশন পাঠাবে৷  
 
তিনি আরও বলেন, “শুক্রকে ‘টুইন অফ আর্থ’ও বলা হয়, যার অর্থ পৃথিবীর যমজ। এটি একটি গ্যাস গ্রহ এবং এখানে অ্যাসিড বৃষ্টি হয়৷  এই কারণেই এর গ্রহের পরিবেশ বোঝার আগ্রহও বেশি বিজ্ঞানীদের মধ্যে। 
 
এটা হতে পারে যে ১০,০০০ বছর পরে আমাদের গ্রহ তার বৈশিষ্ট্য পরিবর্তন করবে। পৃথিবী আজকের মত ছিল না। বহুকাল আগে এটি মোটেও বাসযোগ্য ছিল না। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যায় এবং আজ এখানে চতুর্দিকেই জীবন।  শুক্রকে পৃথিবীর যমজও বলা হচ্ছে তাই।  কারণ এটি আকার এবং ঘনত্বে পৃথিবীর সমান।

Mailing List