কলকাতা থেকে মেদিনীপুরের দিকে আসা গাড়িতে তল্লাশি করতেই বেরিয়ে পড়লো ৫৫ কোটি টাকার সোনা!

কলকাতা থেকে মেদিনীপুরের দিকে আসা গাড়িতে তল্লাশি করতেই বেরিয়ে পড়লো ৫৫ কোটি টাকার সোনা!
23 Sep 2022, 01:00 PM

কলকাতা থেকে মেদিনীপুরের দিকে আসা গাড়িতে তল্লাশি করতেই বেরিয়ে পড়লো ৫৫ কোটি টাকার সোনা!

 

আনফোল্ড বাংল‌া প্রতিবেদন: বিপুল পরিমাণ সোনা উদ্ধার করলো কলকাতা পুলিশ। সোনার পরিমাণ প্রায় ১১ কেজি বলে পুলশ সূত্রে জানা গিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫৫ কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হয় ওই সোনা। একটি মারুতি অল্টো গাড়ির ভেতরে ছিল সোনা। গাড়ির ভেতরে ছিল তিনজন। গাড়ির চালক-সহ চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের অনুমান, ওই সোনা বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল।গাড়িটি মেদিনীপুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি‌ল। পুলিশের কাছে আগাম খবরও ছিল। ফলে পুলিশও ছিল তক্কে তক্কে। কিন্তু পুলিশ দেখে গাড়িটি ব্যারাকপুরের কাছে থেমে যায়। তখন পুলিশের সন্দেহ বাড়ে। তারপরই গাড়ি তল্লাশি শুরু হয়। তখনই দেখা যায় গাড়ির ভেতরে রয়েছে ব্যাগ। তাতে রয়েছে সোনার বাট। সোনাগুলি কোত্থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।  

পুলিশ জানিয়েছে, ধৃতরা হল নেতাজি রঞ্জন পাওয়ার (৩৫), ময়ূর মনোহর পাটিল (২৯), গণেশ চৌহান (২৬) ও সুরজিৎ মুখোপাধ্যায় (২৬)। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Mailing List