মেদিনীপুরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ৫২ তম বার্ষিক সাধারণ সভা

মেদিনীপুরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ৫২ তম বার্ষিক সাধারণ সভা
25 Sep 2023, 10:40 AM

মেদিনীপুরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ৫২ তম বার্ষিক সাধারণ সভা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরের শহীদ প্রদ্যোত (জেলা পরিষদ) স্মৃতি হলে বিদ্যাসাগর সেন্ট্রাল কো: অপারেটিভ ব্যাংকের  ৫২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল।  রবিবার সকাল ১০-৩০মি:এ হল প্রাঙ্গনে সমবায়ের সাতরঙা পতাকা উত্তোলনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা করেন পরিচালন পর্ষদের বর্তমান চেয়ারম্যান প্রদীপ কুমার পাত্র। মোট ১২৭৯ জন প্রতিনিধির মধ্যে সভায় উপস্থিত হয়েছিলেন ১০৭১জন। যাঁদের মধ্য থেকে ১৪জন সম্পাদকীয় প্রতিবেদন কে পূর্ণ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন এবং ২৮২ জন লিখিত বক্তব্য পেশ করেন। বক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পিংলার বিধায়ক তথা বিধানসভার সমবায় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি,জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ,শৈবাল গিরি,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দগোস্বামী,প্রাক্তন পরিচালক ক্ষিতীন্দ্র মোহন সাহু,ঝাড়গ্রামের এ,আর,সি,এস -তপন সামন্ত এবং ব্যাংকের জেনারেল ম্যানেজার মহ:ইদ্রিশ আলি গাজী।ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ। সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কাজ শেষ হয়।

Mailing List