বীরভূমের পাঁড়ুই থেকে উদ্ধার ৫০ টি তাজা বোমা

বীরভূমের পাঁড়ুই থেকে উদ্ধার ৫০ টি তাজা বোমা
24 Sep 2023, 02:00 PM

বীরভূমের পাঁড়ুই থেকে উদ্ধার ৫০ টি তাজা বোমা

 

শুভদীপ গুঁই, পাঁড়ুই

 

বীরভূমে আবারো তাজা বোমা উদ্ধার। বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। পুলিশের সন্দেহ হওয়ায় বীরভূমের পাঁড়ুই থানার অন্তর্গত মহুলা গ্রামে পুলিশি অভিযান চালাতেই একটি মাঠে মাটির নিচে পোঁতা অবস্থায় বোমা গুলি দেখতে পাওয়া যায়। তারপরেই পাঁড়ুই থানার পুলিশ বোমা গুলি উদ্ধার করে। প্রায় ৫০ টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমা গুলিতে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এলাকায় বোমা উদ্ধারে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে বোমা গুলি ওই গ্ৰামের রেখে ছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বীরভূমের পাড়ুই থানার পুলিশ।

Mailing List